তোমারে পেয়েছিনু-আমি ঘোর অন্ধকারে
দেখিতে চেয়েছি-আলোরই সঙ্গী করে
চাঁদের সাথে সওদা করে-এনেছি আলো অঙ্গ ভরে
হারিয়ে গিয়েছো তুমি-ওয়াদা বঙ্গ করে ।
আলো আধাঁরের মাঝে-আজ আমি বড় একা
কাকে পেলে কাকে রাখি-জীবন টা যে ফাঁকা
আধাঁর কে ভালোবাসি-যদি নিয়ে আসে সঙ্গ করে
মন ভরে দেখবো তোমায়-বন্ধ ঘরে ।
অপের্খার প্রহর গুনী-সব আশা পন্ড করে
আধাঁরে চেয়ে থাকি-কখন আসবে তুমি রঙ্গ করে
তুমি এই এলে বুঝী হাই-অপের্খা আমার কেটে যায়
তুমি এসো না পিরে-অন্ধকারে হারাবো তোমার নিড়ে ।
অন্ধকার আমার অতি আপন-অন্ধকারেই সুখ
তবে অন্ধকারেই খুঁজে পাবো -তোমার ওই হাস্যজ্জ্বল মুখ
এই আশা ভুকে চেপে-অন্ধকারের সাথে চলি হাওয়াই বেসে
চলতে চলতে বলতে বলতেই-এক দিন হারিয়ে যাবো অচিন দেশে ।।