এই জীবনে চেয়েছি যারে
স্বয়নে স্বপোনে পেয়েছি তারে,
মনের মাঝে স্বপ্নরা দেয় উকি
ইচ্ছে জাঁগে তারে নিয়ে প্রেমের সাগরে ভাসি ।
মাঝে মাঝে অদ্ভুত কল্পনায় ভাসি
বাস্তবতায় নিজেকে নিয়ে নিজেই হাঁসি,
তবুও মন করে অচেতন
কি হবে এতটা থেকে সচেতন !
সুখ যদি পাই তারে ভেবে
কি হবে আর নতুন কারও সঙ্গী সেঁজে?
চাই না আমি রঙ্গিন ঘুঁড়ি
চাই শুধু তোমায় নিয়ে দুর আকাশে উড়ি ।
হয়তো সেটা বুঝবেনা লোকে
আমি যে থাকি সব সময় তোমারই ভুকে,
চাওয়া পাওয়ার মাঝে ভিন্ন রুপে
আমি যে থাকি তোমায় নিয়ে অনেক সুখে ।
এই জীবনে চেয়েছি জারে
না পাওয়ার মাঝেই পেয়েছি তারে,
সাধন ভোজন না বুঝে যে জন
সে তো নয় কবির স্বজন ।
কবিতার মাঝে কবির সুধা
চাঁদের মাঝে শুধু তাকেই খোঁজা,
একবার যদি খুঁজে পাই
তাকে নিয়ে অচিন দেশে হারিয়ে যাই ।
এতো নয় শুধু কল্পনা
এ যে আমার একমাত্র আরাধনা,
এ যে আমার মনের ভাসনা
এ যে আমার জীবনের সমাপ্তি রচনা ।।