ঈমানদার হলে রাখো রোজা
কখনো নামাজ করোনা কাজা
না মানিলে আল্লাহর হুকুম
আখেরাতে পাবে অনেক স্বাজা।
আমল করো-কোরআন পড়ো
সময় থাকতে ইসলামী জীবন গড়ো
এই দুনিয়াই ভেবোনা-নিজেকে বড়
হাসরে করিবেন সবায়কে ঝড়ো।
যদি করো আল্লাহকে ভয়
পুলসেরাত হবে তোমার জয়
বিপদে হবে না তোমার ক্ষয়
কাজে কর্মে যদি আল্লাহ সন্তুষ্ট হয়।
আজকের একটি রোজার বিনিময়ে
তোমার মুখমন্ডল হতে জাহান্নাম যাবে সত্তর বছর সরে
রোজা রাখো-নামাজ পড়ো
তোমার ভিতর তাকওয়ার গুনাবলী সৃষ্টি করো।
কোরআন নাজিল করলেন যিনি
রোযার প্রতিদান দিবেন তিনি
বিপদে সবায় তারে ছিনি
উদ্দার হলেই চিনি মিনি।
রোযাকে করো আপনের আপন
সান্তীময় হবে জীবন যাপন
দেখবে ভালো আগামীর স্বপন
আখেরাতের জন্য হয়ে যাবে বীজ বপন।
এই মাসেই আছে কদরের রাত
সে রাতে থেকোনা ঘুমে কাত
যদি চাইতে পারো এরাতে নাজাত
কবুল হবে হাজার মাসের বেশি ইবাদাত।
যদি করতে চাও গুনাহ মাফ
ঈমান ও চেতনার সাথে পালন করো রোযার মাস
যাবে যদি কল্যাণের পথে
উঠো সবে ইফতার সেহেরীর রথে।
খুলে দাও সাওয়াবের খাতা
ভাগ করে নাও অন্যের ইফতারের ব্যাথা
চলো যদি রোযার মূখে মিথ্যের বলে
উপাস থাকা যাবে তোমার বিফলে।
মানো সবে কোরআন হাদীসের বাণী
কেটে যাবে এপার ওপারের শনি
আশো সবে হায়াত থাকতে