পৃথিবী ধন্য হলো-তোমার অভিষেক এ,
আমি ধন্য হলাম-তোমার সাথে
হাওয়াই বেসে,
তরুলতা ধন্য হলো-তোমার মিষ্টি
হাসি দেখে,
ধন্য ধন্য ধন্য-তোমার জন্ম হোক
জন্মান্তরের জন্য ।
বাবা ধন্য হলো-তোমায় জন্ম দেওয়ার জন্য,
মা ধন্য হলো-এই ধরায় তোমায় পাওয়ার
জন্য,
মাটি ধন্য হলো-তোমার পদধুলী
নেওয়ার জন্য,
ধন্য ধন্য ধন্য-তোমার জন্ম হোক সৃষ্টির
সকল মানব কুলের জন্য ।
ধরোনী ধন্য হলো-ধরায় আসতে
তোমায় সাহায্য করার জন্য,
স্বজন ধন্য হলো-পূটপুটে ফ্যামেলী
মেম্বার পাওয়ার জন্য,
পাখিরা ধন্য হলো-জয় গান গেয়ে যায়
তোমার জন্য,
ধন্য ধন্য ধন্য-পৃথিবীর সব সুখ অপেক্ষায়
তোমার জন্য ।
নোয়াখালী বাসী ধন্য হলো-তোমার জন্ম এই মাটিতে সে জন্য,
বাঙ্গালী ধন্য হলো-বাংলা গানের ভূবনে তোমার অসাধারণ ভূমিকা লক্ষ্য করার জন্য,
কবিতা ধন্য হলো-তোমার জন্ম দিনে
উপহার হওয়ার জন্য,
ধন্য ধন্য ধন্য-শুভ কামনা তোমার জন্ম
দিনে-তোমারই জন্য ।।