দেখেছি সবে কত রকমের পশু
তাহার মাঝে অতি পরিচিত,
যাকে বলে গরু!
লাল,সাদা,ডোরালো কালো
দেখতে লাজুক বাহার,
ক্ষেত কিংবা তৃণ মাঠে,
করিতে দেখিবে আহার।
ভদ্র সমাজে দেখা যায় আজকাল
নিচু লোককে পারিতেছে গাল,
অশিক্ষিত বলে নাকি তারা,
গরুই থাকবে হারপাল।
শিক্ষিত হয়ে মিয়া করো বাহাদুরি,
তোমাদের তো জানাই আছে সব ছলছাতুড়ি।
জ্ঞান অর্জন করেই কী হবে?
যদি না হও মানুষ!
গরিবকে তো মানুষ মনে কর না,
গড়েছো নিজেকে অমানুষ।
শান্তি প্রতিষ্ঠার নামে সব অশান্তির মূল,
শিক্ষিত গরুরা করছে দেশটাকে ভাঙ্গচুর।
যারা আজকাল শিক্ষা দিবে,
তারা-ই করে ভন্ডামি,
বুঝিতে পেরেছি বেটা তোরা আর কি বা শিখাবি!
যুগটা হয়ে গেছে সব দুর্নিতীতে ভরা,
গুরু শিষ্যের যুদ্ধ,
কত ই না মজা লাগে দেখিতে,
বিনা টিকিটে দৃশ্য।
বেঁচে থেকে আর সহ্য হয় না
জ্বালাও,পোড়াও,ছাড়খার
থাকতে দিব না আমার দেশেতে,
শিক্ষিত গরুদের কারবার।


লেখার তারিখঃ ০৬-০৯-২০১৮