পেটে বুদবুদ,হজমের অসুখ
ব্যথায় পাড়িতেছে চিৎকার
মা বলছেন ছেলেকে তুলে-
কাদিসনে যাবে সব সেরে এবার।
এই তোর বাবা গেল ওষুধ আনিতে,
ফিরবে ঘন্টাখানেক বাদে।
এন্টিবায়োটিক খেলেই দেখবি,
পেট ব্যাথা দূর-দূর করে পালাবে।
কলসের পানি তুলে মা দিয়েছে ছেলের পেটে,
ঠান্ডা আভাস পেলে তা একটু শান্ত থাকে।
এমনি ভাবে বেলা পার হয়,
বাড়িয়াছে আরো জ্বালা,
ঝার-ফুঁক আর কত সব পানি পড়া
গিলেছে ছাই-পাস।
তবুও যেনো যাচ্ছে না কেনো,
যখমের সেই নির্যাস।
চিন্তিত মা ভাবে মনে মনে,
আর বলে কাদো কাদো স্বরে-
কি করিলে খোদা এই ব্যাধি
ছাড়িবে মোর ছেলেরে?
হঠাৎ এক বৃদ্ধ লোকের দেখা,
কাজকাম নাই তাই জরিগুটি বাধা।
কাধে থলে থেকে কি যেনো দিলো মাকে!
বললো-রাতে পানিতে ভিজিয়ে,
সকালে খালি পেটে খাওয়াতে।
যেই কথা সেই কাজ,এতো ওষুধের মহারাজ
নাম তার ইসবগুলের ভুসি।
এমন ওষুধ বল মা তুই কোথায় গিয়ে পেলি?
ছেলে তার সুস্থ এখন প্রায়,
আনন্দে আত্নহারা মাতা,
ছেলের প্রশ্নের উত্তরে গিয়ে মুখ করে বেকা-
ও কথা শুনিস পরে,আগে আমায় কথা দে
রাস্তাঘাটে বাসি জিনিস কখনো খাবি নে!
কথা দিলাম মা তোকে আর কখনো খাব না নে!
ছেলের জন্য ভিজিয়ে রাখে রোজ ইসবগুলের ভুসি,
শরীর-স্বাস্থ্য সবি থাকে ভালো,মেলে পেটের সন্তুষ্টি।


লেখার তারিখঃ পহেলা মে ২০১৯ খ্রিস্টাব্দ