আজ্ঞে হে পীর বাপজান!
ধর্ম প্রচারক নওকো তুমি,
খুলিয়াছো এক ব্যবসা প্রতিষ্ঠান।
দলে দলে দিয়াছিল যোগ শত মুরিদান,
গরীব-মিসকিন হোক না কেহ বাদশা-জমিদার,
তোমার পানে সম্পদ ও ঈমান করিতো কুরবান।
নিজের আমল ই ছিল না ঠিক,
করিবা অন্যের পুলসিরাত পার,
এ কারণেই জন্ম না দিয়া পাইয়াছো
অজস্র পিতা'রো সম্মান!
কর্মঠ লোকের পুজি,না করেছো নিজে রুজি
যাহা পাইয়াছো খোদার নামে,
সব পকেটে লইয়াছো গুজি!
বুখারী,গাযালী,কাদের জিলানী ছিলেন শান্তির প্রচারক
কই-তাহারা তো ছিল না তোমারি মতো,
মস্ত পেট ভান্ডারের পূজারক।
দ্বীনের দাওয়াত দাও সকলে,
আনো ইমান মনে দূর্লভ,
কিতাব হাদিস মানিয়া চলিয়ো,
লাগিবে না ভুজঙ্গ জনক।
যে পিতার নাহি কোনো বেদনা,
পুড়াতে জাত নন্দন,
মিছে তাহার যাহা দেখিতে,
করিতো সকলের লাগি ক্রন্দন।
খোদা-খোদা ডাকিয়ো সর্বক্ষণ,
স্মরণে রাখিও তারে,
দয়ালু প্রভু তোমারে ক্ষমা যাতে করে।
সালাত,রোজা পবিত্র কাজ করিয়ো জীবনে,
ধরণী,পরকাল সুখ হইবে,
থাকবে এক স্মৃতির দিবসে।


লেখার তারিখঃ ১৮ মে ২০১৯