বাবা মানে ছোটবেলায় হাত ধরে হাটা,
বাবা মানে ঘাড়ে চড়ে  ঘোড়াঘোড়া খেলা।
বাবা মানে  ব্যাগ হাতে আমায় স্কুলে নিয়ে যাওয়া,
বাবা মানে অভিমান শেষে একটুখানি হাসা।
বাবা মানে শত ভুলের সঠিক প্রেরণা,
বাবা মানে প্রতিবাদে এক বীর যোদ্ধা।
বাবা মানে হাজার বছরের লাখ-কোটি আশা,
বাবা মানে কষ্টের মাঝে বিরল ভালোবাসা।
বাবা কখনো স্বার্থ খোজে না;ঠিক মায়েরি মতো,
বাবা তো পারে দিয়ে দিতে ;পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস আছে যত।
বকা-ঝকা করে সব মঙ্গলের জন্য,
এটাই তো ভালোবাসা থাকে দুনিয়াতে অল্প।
পূজা বা ঈদে নিজে না কিনে ভাবে-
সন্তানদের নতুন পোশাক দিলে কতই না খুশি হবে।
ভেবে দেখলাম বাবাকে কত ভুল বুঝেছি।
পথভ্রষ্ট হয়ে যখন যেতাম মন্দ পথে,
রেগে বাবা বলতেন-যাস না ওখানে!
মনে মনে বলতাম-তুমি বাসো না আমায় ভালো,
তাইতো রোজ রোজ এত গাল পারো।
বড় হয়ে বুঝতে পেরেছি;আমি ছিলাম ভুল,
বাবা আমার সর্বদাই ছিলেন নির্ভুল।
গালতিছে কেউ দিও না তাকে কষ্ট,
অবশেষে দেখবে জীবন পুরোই নষ্ট।
সেবা যত্ন করো তাকে বৃদ্ধ বয়সে,
যেভাবে তোমাকে অতীতে তিনি লালন করেছে।  
বড় যত গুণীবান আছে দেখো চোখ মেলে,
সবাই এত জ্ঞান অর্জিত বাবার অবদানে।
বাবা আমার প্রিয় বন্ধু;বাবাই আমার সব,
বাবা বাবা বাবা-ই সেরা তুলো কলরব।


লেখার তারিখঃ ০৭-০৯-২০১৮