শুনছো রায়া?লাগছো বধু,সবুজ পাড় লাল শাড়িতে
তোমার আব্বাকে আমার দিও সালাম,যাব তোমার বাড়িতে।
ভাবছো,কেনো?আর ভেবো না!বলবো সব খুলে
কি পেয়েছি না পেয়েছি,চাই শুধু তোমাকে।
তুমি আমায় ভুল বুঝোনা,কেনো থাকো রাগ করে?
অল্প দিনের পরিচয় আমাদের,পুরোটা জানতে চাই তোমাকে।
মানবে না জানি,চেষ্টা তো করি;জয়-পরাজয়ের জীবন
সত্যিকারের ভালোবাসে যে,ভয় কিসে তার মরণ?
ভালোবাসার রূপসাগরে তুমি আমার রাণী,
তুমি হলে আমি রাজা,গড়বো নতুন রাজধানী।
রায়া তখন বললো রেগে-যাও দেখি বাবার কাছে,
আমায় তো দিবে না তোমায়,শীতে এসি দিবে কিস্তিতে।
এরপরে রাব্বি(আমি) হবু শ্বশুড়কে বলবে শান্তমেজাজ স্বরে,
এটাই তো আপনার প্রথম আবদার,দেই কি করে ফেলে?
এসি আমি নিবো ঠিক ই সর্দিঠান্ডার দিনে,
সাথে যদি ফ্রি দেন আপনার অপরূপা মেয়ে,রায়াকে।


(পর্ব-৩)
গম্ভীর মুখে বললো রায়া: ঘন্টা তুমি করবে!
তোমায় আমি করবো না বিয়ে,করবো কালা মানিক রে।
কালা মানিক বয়সে বড়,সংসারিক তার মন
টাকা থাকলে কালা ও ধলা,ফিটফাট আমার জীবন।
তুমি তো আমার সমবয়সী,বুঝবে আর কি!
চেহারা আমার গেলেই আমায় দিবে তুমি ফাকি।
বললো রাব্বি: শোনো রায়া,যা দেখো তা সবই বাস্তব না
ইন্সটাতে তোমার হাজার ফলোয়ার,
লাইক কমেন্ট করে ঠিক,প্রয়োজনে কাউকে পাশে পাবে না।
অশান্তি কি হয় কারণে শুধু করলে প্রেম?
এরেঞ্জ ম্যরিজ নামেই দেখি,যৌতুক কৌতুকের গেম
"প্রেম" কে যদি সংসার ধরি,দুইজনে মিলে পরিবার
পাছে লোক তার সমাজ আর প্রতিবেশি হয়ে যায় কাটাতার;
দুইজনে এক মনে বাধা,মাঝখানে এক পাহাড়
যে সত্যি ভালোবাসে তারে খুলে দাওনা দুয়ার।
বড় ঝগড়া তো তার মনের মাঝে,শিক্ষা যার নাই
গোল্ডেন মুনির এক হাজার কোটির মালিক,
বউয়ের চোখে তো ঘুম নাই।
টাকা পারে বাহ্যিক মেটাতে,তবে শান্তি  যদি না থাকে
দাসী তোমায় মনে হবে,রাণী'র পালঙ্কে শুয়ে।
আমি তোমায় বাসবো ভালো সুখ কিংবা দুঃখে,
সুখে তোমার হাসি হবো,দুঃখে চোখদুটো দিবো মুছে।
কাঁদো স্বরে বললো রায়া: কতটা বাসো ভালো?
এতদিন কেনো এলেনা জীবনে,অনেকটা সময় পেরিয়ে গেলো।
আসো তুমি খিলক্ষেত বাসস্টান্ড মোড়ে,
লাল শাড়ি পড়ে আমি থাকবো দাঁড়িয়ে।
সাথে কলেজ ফ্রেন্ডদের জানিয়ে দিও জুম কিংবা মেসেঞ্জারে
ওর আর হ্যা,তুমিও কিন্তু আসবে জামাই সেজে।
আজকে কোনো ডাইনি যদি বেশি সেজে আসে,
সত্যি বলছি রাব্বি,ওর সব চুল নিবো ছিড়ে।
শুনছো রাব্বি,রায়া বলছি!বিয়েতে আমি রাজি
অভিমানের হালখাতা তুলে নিলাম,জলদি নিয়ে আসো তুমি কাজি।


(লেখার তারিখঃ ২৩-১১-২০২০)