রায়া!তোমার প্রতি মুগ্ধ আমি,মুগ্ধ আমার মন
তোমার সাথে বাঁধবো বাসর এই করিলাম পণ।
ভালোবাসি তোমায় আমি হবে কি আর বলা,
এক-ই পথে চলার ইচ্ছে,হবে কি আর চলা?
তোমায় যদিও না ই বা দিলে,হাসিটা তোমার দিও;
সঙ্গে আমায় না ই বা নিলে,আমার ভালোবাসা নিও।
এ কেমন মায়াবল তোমার,কেমন তুমি মায়াবতী
রঙ তুলি ছাড়া মন আমার আঁকে তোমার ছবি।
শাড়িতে তোমায় মানায় ভালো,বউ কথা কও পাখি;
রাজি তুমি থাকলে এবার ডাকবো আমি কাজি।
হরেক রকম চুরি এনে দিবো,করে দিবো চুলে জুটি
অল্পতেও তুষ্ট আমি যদি ভালোবাসা হয় খাটি।
কি যাদু বলো করলে আমায় ওগো জাদুকরী,
মন যে আমার মানে না গো,কেমনে ঘরে থাকি?
আর কতকাল বন্দি রবো,জানেন মালিক শাই
বন্দি থেকে মুক্তি হয়ে যেনো তোমার দেখা পাই।
শরতে আমি স্নিগ্ধ বাতাস হবো আর তুমি হবে কাশফুল,
আমার আগমণে তুমি বার বার খাবে দোল।
তোমার প্রতি জমেছে মায়া বোঝানো বড় ভাড়,
বলে দিও মুঠোটেলিফোনে,তুমি শুধু আমার।