তোমার জালানা খোলা রেখ কাজলরেখা
একটা খোলা চিঠি লিখেছি।
ঠিকানা তোমার খোলা জানালা।।
তোমার জানালার ওপারে বসে থাকা
দুটি কাজল নয়ন তাড়া করে যায় আমায়।
ফুল, তারা তোমার উপমা।


একদিন তারা ভরা রাতে যদি
আমার হৃদয়াকাশে চাঁদ উঠত
যদি ফুলেরা ফুটত আমার মনের কুসুম বনে।
আমিও ভালবাসতাম।
তোমার চোখের আলোয় হাসতাম।
কবে তুমি আমার কল্পনার করিডোর
পার করে আসবে।
কবে আবার তুমি আমায় ভালবাসবে?