আকাশনীলা
তুমি যদি আকাশ পানে চেয়ে থাকা
আকাশমণি গাছ হতে।
অথবা তুমি যদি আকাশের নীল রং
ধার করা সমুদ্র হতে।
খুব ভালো হতো আকাশনীলা।


কেন তুমি নারী হলে আকাশনীলা?
তুমি যদি আকাশমণি হতে
নিরবে দাড়িয়ে থাকতে
আমি বলে দিতাম ভালোবাসি
তুমি আমাকে থামাতে পারতে না।
তুমি যদি সুনীল সমুদ্দুর হতে
ভেসে যেতাম তোমার বুকে
ঢেউয়ে ঢেউয়ে লিখে দিতাম ভালোবাসি।
তুমি ভালোবাসা বুকে বয়ে বেড়াতে।


তবে কেন আকাশনীলা কেন
কেন তুমি নারী হল?
তুমি নারী বলেই ভয়ে বলা হয় না ভালোবাসি।
আকাশের সব নীল রং শাড়িতে জড়ায়ে
কেন ওভাবে চেয়ে থাক?
আমি যে আর সইতে পারি না আকাশনীলা।
তোমার ওই আকাশনীল হাসি
আকাশনীলা সত্যি খুব ভালোবাসি।