কাল দোয়া হবে সাফ, নীল আকাশ উঠবে প্রাতঃকাল,
    ওজন স্তরে ভরছে খত, রক্তিমের ঘরে থাকার মন্ত্র।
       নাই কোন আনাগোনা, তোমার এত মহিমা,
       কম্পিত বিশ্বতরী, করোনার এই মহামারী।।


     ভক্তিতেই মুক্তি, ভেদাভেদে নেই কোন যুক্তি,
       জিবে শ্রেষ্ঠ প্রাণ মোদের, করব না কটূক্তি।
   জেনে বুজে করব কাজ, দেব না গরম তেলে হাত,
      এক হবে বিশ্বতরী, করোনার এই মহামারী।।


       আয় কোকিল দেখে যা, ময়ূর নাচ নেচে যা,
     চলছে পথে পশুদের গাড়ি, নাই কোন বাহাদুরি।
     ঘুচবে শ্রেষ্ঠত্বের দম্ম, কাটবে কাল জগৎ জুড়ে,
   নতুন ফুল ফুটবে হেসে, করোনার কাল যাবে চলে।।