কেমন ধারার মানুষরে তুই
থাকিস তুই কেমন করে,
নদীজলে মুখ দেখিস আর
জীবন দেখিস দুচোখ ভরে


এপার ওপার অপেক্ষায়
কখন আসিবে জলযান,
মাঝি তুই এসে করিস
সব জীবনধারা চলমান


এতভার সবই যেন
ধরা থাকে তোরই হালে,
ব্যাথা সব সেবার লয়ে
ভুলে থাকা আপন ঢালে


যদি বয় উল্টো স্রোত,
যদি হয় ঝড়ের তান্ডব
ধর হাল শক্ত করে,
শক্তি কি দেয় পঞ্চপাণ্ডব


মাঝি তোর গান শুনে
পরান পাখি আকাশেতে,
কত ছবি আঁকে আর
ঘুরে বেড়ায় আনন্দতে


তোর চোখে ধরা পড়ে
কত হাসি কত কষ্ট,
বানিজ্যকে আগলে রাখিস
তুই ছাড়া জলপথ নষ্ট ।