এভাবে অভাবে
যেও না ছেড়ে চলে
তুমি ছেড়ে চলেই গেলে তো
আমি রইব কীভাবে


এই মন উদাসীন ক্ষণে
কোনো এক মরু অঞ্চলে
গুনছে কত মরিচীকা


এজীবন, না পাওয়ার রণে
তবু ভিড়ি স্বদলবলে
অন্ধকার দেখে কনীনিকা


তোমারই স্বভাবে
কত স্বার্থ লেগে আছে
স্বার্থ লেগেই আছে তো
আমি থাকিব কীভাবে


তুমি শুধু বুঝলে জীবনে
ভালোবাসা থাকেই সেখানে
যেখানে থাকে গোছা টাকা


প্রেমসুখ আসে তখনে
কঠিন অভিমানেও যখনে
একে অপরের জন্য হয় বেঁচে থাকা ।