পরজনমে কি বা হব
জানি না এখনও,
এ জনমে সময় পেয়েছি
ভুলিনা যেন কখনও


মন যত স্বার্থ বুঝিস
সময় পেলেই সুযোগ খুঁজিস,
অপরাধের সীমা এড়িয়ে
সব টাকা ট্যাঁকে গুঁজিস


যদিও তখন চোখের চাউনি,
বুঝতে তো কাউকেই দিইনি
যতই থাকি ধূর্ত ওহে,
কি করে ভুলি, দোষ করিনি


নিজেরে তো আর মিথ্যা
বলা যায় না,
পাপের গভীর ক্ষত বাড়ে
আর বাড়ে যন্ত্রনা


তবু কি মন সুখ পেয়েছিস
জীবনে এত যত চেয়েছিস,
জীবন শেষে এসেও যেন
স্বল্প সুখ খুঁজে বেড়িয়েছিস


তাই অন্যের জন্য জীবন
অন্যের কাজে সঁপ মন,
একে অপরের পাশে থেকে
জয় কর নিজ ভুবন ।