আমি আছি কার্নিশে ঝুলে পড়া ফুলে।
সকালে কাগজ হাতে চায়ের টেবিলে।
নরম গদিতে বসে আরাম আয়েশে
ঘরের প্লাজমা টিভি,ওয়াল শোকেসে।
আমি আছি তোমার সাজানো ক্যাকটাসে।


আমি আছি অফিসে ঢোকার মুখে শীতল কুর্নিশে।
নির্ধারিত মিটিং রুমের নিস্তব্দতায় ভেসে।
অফিসে ফেলে আসা জরুরি কাগজে,
কর্মব্যস্ত থাকা সময়ের ভাজে।
আমি আছি তোমার উত্তপ্ত মগজে।


আমি আছি তাই,
ওদের চেতনার গোলাপ রক্তে ফোটাই।