আমি ধার্মিক,
আমার চোখে দেখো পৃথিবীকে।
আমার চোখে দেখো ধর্মকে।
আমার চোখে দেখো স্রষ্টার বিরাজন।
আমার চোখে দেখো তোমার আসন।


আমি ধার্মিক,
দেখো,
পৃথিবীর সমস্ত প্রান্তরে স্রষ্টার লীলাখেলা,
পাহাড়,সাগর,নদী,ফুল আর জন-মানুষের মেলা।
আকাশ, বাতাস,পশুপাখি কতো দেবো বর্ণনা।
সৃষ্টি করেছে স্রষ্টা নিজে,নেই তোমার অজানা।
শুধু দেখোনা,লাভার উদগীরণ,সমুদ্রের আস্ফালন,আর পৃথিবীর নর্তন।


আমি ধার্মিক,
দেখো,
শ্রেষ্ঠ জীবের সৃষ্টি করেছে,স্রষ্টা মহান।
ধর্ম দিয়েছে মানতে তোমাদের হিন্দু,বৌদ্ধ,ইসলাম,খ্রিষ্টান।
পবিত্র এই ধর্ম নিয়ে তোমাদের কতো আগ্রহ।
গড়েছো তোমরা প্যাগোডা,গির্জা,মন্দির,মসজিদ আরো কতো বিগ্রহ।
শুধু দেখোনা,কেনো এতো ধর্ম,কেনো এতো জাত-পাত,কেনোই বা এতো মতবাদ।


আমি ধর্মিক,
দেখো,
স্রষ্টা তিনি অবশ্যই আছেন।
ছেলে,বন্ধুকে পাঠিয়েছেন তিনি,যাঁদের সবচেয়ে ভালোবাসেন।
এসেছেন তিনি কতই না রূপে,তাঁর-ই ধরিত্রীতে।
মানুষ রূপে এসেছেন তিনি আগের জামানাতে।
শুধু দেখোনা,কেনো এতো রূপ,এতো বাহানা,কেনোই বা এখন আসেন না।


আমি ধার্মিক,
দেখো,
তোমরা হলে,"আশরাফুল মাখলোকাত"।
তোমাদের মাঝে আছে অনেক জাত,মতবাদ।
তোমরা করবে আরাধনা সমস্ত জীবণ ভর।
শাস্তি পাবে হলে অবাধ্য,মারা যাওয়ার পর।
শুধু দেখো না,কেনো এই সৃষ্টি,কেনো মৃত্যুরেখা,কেনোই বা শাস্তি-বিধান রাখা।


আমি ধার্মিক একজন।
আজ ভাবি স্রষ্টা কোথায়,তাঁর দৃষ্টি কোথায়।
সবই কি মিথ্যা আয়োজন।