কিছু না ভেবেই চড়ে বসে রিক্সার রথে।
ফিরে চলে যাবে যে যার পথে।
কিছুই কি নেই আর দেবার-নেবার?
কিছুই কি নেই আর প্রীতি উপহার?
শরীরে কি এসে গেছে বয়সের ভার?
নাকি,দংশনে কেঁপে উঠে বিবেকের তার।


এখনো বেজে উঠে রক্তের বীণা।
এখনো হেসে উঠে গোপন কামনা।
এখনো কেঁপে যায় কন্ঠের আওয়াজ।
এখনো মুখে ফুটে রক্তিম লাজ।
এখনো চোখে ভাসে মহুয়ার ঘ্রাণ।
গোপনে কন্ঠে বাজে প্রণয়ের গান।
এখনো হৃদয়ে উঠে প্রণয়ের ঝড়।
স্বপনে গড়ে তোলে প্রণয় বাসর।


আজো ভালো লাগে ভূলে ভরা পাতা।
ভালোবেসে ভালো লাগে,ফেলে যাওয়া কবিতা।