ভন্ডরা আজ সমাজ শিকড়ে,চেতনায় করেছে আছর।
ভেঙ্গে ফেলো সব ভন্ডানালয়,ভন্ডদের আসর।
ভন্ডদের আজ শক্ত আবাস,লাখো কথার রং
স্বার্থের টানে,মানুষ বিভাজনে,হাজারো ধর্ম ঢং।


ধর্মকে সৃষ্টি করেছে মোদের আদি পিতার দল,
গোষ্টি শাষণে ছিলোনা যাদের নিজের বাহুবল।
শাষণের তরে,শোষকের ঘরে,ধর্ম ধরেছে হাল,
ধুম্রজালে সৃষ্টি করেছে স্রষ্টা-পরকাল।


ধুম্রজালের ধর্ম আজও স্বার্থান্বেসীর ভরে,
করছে শোষণ মানুষেরে,সারা পৃথিবী জুড়ে।
যেদিকে তাকাও মানুষ গুলো ধর্ম দিয়ে বাধা,
ভোগের দখল শোষক-শাষকের,সমান আধা-আধা।
ধর্ম হয়েছে রাক্ষস যেনো,যুদ্ধা-যাযাবর।
ক্রুসেড,জিহাদ অনেক হলো,মানুষেরে করে পর।


আসছে নুতন প্রজন্ম,কি আছে তাদের দেবার?
ধর্ম মুক্ত পৃথিবী তাদের দিতে হবে উপহার।
মানবতা দিয়েছে ডাক,ঐ দেখো ভোর হলো।
মুক্ত করো চেতনাকে,অন্তর-দোয়ার খোল।
গড়তে হবে নুতন করে মানুষের নুতন আবাস।
মানবতা দিচ্ছে যে ডাক,আসছে তারই আভাষ।


ধর্ম মুক্ত পৃথিবী চাই মানবতার বেশে।
ধার্মিকেরা বলবে 'নাস্তিক',বোধহয় হেসে হেসে।
তুচ্ছ করো তাদের কথা,জবাব আসছে উপযুক্ত।
জয়ী হবে মানবতা,পৃথিবী হবে ধর্ম মুক্ত।