এরপর অথবা আগে
কিছুই জানে না।
তাই
কল্পনার দৈত্য বানায়।


সে তো বিরাট বিশাল।


মুখে মুখে বলে তাঁরে অনন্ত অসীম
কল্পনায় আঁকে তাঁর চিত্র সসীম।
হাত আঁকে,পা আঁকে
আঁকে তাঁর মুখ।
তাঁর কাছেই জমা রাখে সমস্ত সুখ।
এরপর তাঁর কাছেই কিছু সুখ চায়
নিজের মতো তাঁর জয় গান গায়।
সকলেই সকলের দৈত্য বানায়।
দিনে কিংবা রাতে
নিজের রীতিতে
হুসে কিংবা বেহুসে
কল্পনার দৈত্য পুষে।


কিচ্ছু জানি না,
কল্পনার দৈত্য পুষি না।