খুলে গেছে কামনার দ্বার।
পথে পথে ছুটে গেছে যোদ্ধা পুরুষের দল।
কোন একটা দেহ আজ করবেই দখল।
খুজে ফিরে দেহ,
ট্রেন থেকে বাসে।জনতার স্রোতে মিশে
দেশ থেকে দেশে।


কামনার তীর আছে,
আছে কামাতুর মন।
শরীরে চলছে রক্ত দহণ।
কব্জির জোর আছে,
আছে পেশীর বল।
অস্ত্রে শোভিত যোদ্ধা পুরুষের দল।


তুমি রোজকার পথিক।
ফিরছিলে রোজ চলা বাসে।
যোদ্ধার দল তোমায় পেয়ে গেছে।
তুমি তখন অসহায় প্রাণ।
ভয়ে কেঁপে গেছো,কম্পিত তিঁতির।
তোমার শরীরে বিধে গেছে কামনার তীর।


তুমি মৃত্যু শয্যায়।
হয়তো আছো বেঁচে থাকার চেষ্টায়।
বিক্ষুব্দ জনতা দোষীদের শাস্তীর অপেক্ষায়।
এ কোন দূর্ঘটনা নয়।
যা প্রথম ঘটেছে আজই,
দিনপূঞ্জির মতো,ঘটছে পৃথিবীতে রোজই।


ঘৃণার থুতু ছিটিয়ে দিলাম,
অস্ত্রে শোভিত,কামাতুর যোদ্ধা পুরুষের মুখে।
হটাৎ দেখি কিছুটা থুতু লেগে গেছে বুকে।
আমিও তো সেই যোদ্ধা পুরুষ।
লজ্জায় চোখে জল চলে আসে।
কেনো মা জন্ম দিলে আমাদের ভালোবেসে।