আমি চাইনা তুমি হও অপ্সরা,উর্বশী,মেনকা যত
আমি চাই অন্তরে অনল পোষ তুমি আগ্নেয়গিরীর মতো।
পুরুষের চাওয়া!দেখবে হয়তো ঘৃণা ভরে,
মানুষ তাই দেখছি তোমায় মানুষের মতো করে।
তুমি শুধু নও লাবণ্য,ফ্রেমে বাধা মোনালিসা,
সেবিকার বেশে নাইটিঙ্গেল অথবা মাদার তেরেসা।
তুমি জোয়ান অব আর্ক,
তুমি প্রীতিলতা,তুমি নিরব বিপ্লব-বাংলার রেনেসাঁ।
তুমি বইছো আজন্ম ধীর,ধীর-অতিধীর
তুমি চাইলে ভেঙ্গে দিতে পার শৃঙ্খল প্রকৃতির।
তুমি আমৃত্যু পিপাসা আমার।
তোমাতেই সৃষ্টি,তোমাতে বাধি সংসার।
তুমি নারী,প্রথমত মানুষ পৃথিবীর,
তুমি চাইলেই হয়ে যেতে পারে সব ধীর,অতিধীর।