আমি এখন তোমার মাঝে
খূঁজে ফিরি সেই আমাকে।
তুমি আমার বঙ্গমাতা
যত্নে আছি তোমার বুকে।


মাছে-ভাতে বাঙ্গালী মন
সুখেই করি রাত্রী যাপন।
দিনের বেলায় কাজের ফাঁকে
কান পেতে শুনি কোকিল ডাকে।


একটা দ্বিধা বুকের ভিটায়
করুণ সুরে বাঁশী বাজায়।
তোমার মাথার ধর্ম আছড়
ছিন্ন করে আমার পাঁজর ।


দুঃখে কাঁদে মুক্তি সেনা
ক্ষুন্ন হয় একাত্তরের চেতনা ।
তাই বলি মা, ধর্ম ছাড়ো
আবার নিজেকে মুক্ত করো।


আমি এখনো তোমার মাঝে,খূঁজে ফিরি সেই আমাকে।