বাংলার মাঠ,ঘাট,পথ,প্রান্তর
নদীর বুকে জাগা ধূ ধূ বালুচর।
চৈত্রের রোদে ফাঁটা কৃষকের মাঠ,
জীর্ণ নদীতে থাকা মাঝির ঐ ঘাট।
পাতা ঝরা খরখরে শিমুলের ডাল
চৈত্রের রোদে পুড়ে সবেতেই আকাল
ক্লান্তিতে থেমে গেছে উত্তরী বায়ু।
দাবদাহে তেতে গেছে মানুষের স্নায়ু।
এমন সময়ে বুঝি আসে বৈশাখ,
তাইতো বাঙ্গালীর প্রাণে এতো হাঁকডাক।
এসো বৈশাখ,এসো এবার
থেমে যাক চারদিকে যতো অনাচার।
মেঘেমালা নিয়ে এসো বাংলার ঘরে,
তাপদাহ বিদায় হোক বৈশাখী ঝরে।
উৎসবে মেতে উঠা বাঙ্গালীর মন,
রঙে রঙে রাঙানো সারাদিন ক্ষণ,
ঢোল বাজে,বাঁশী বাজে,বাজে ঐ ঢাক
এসে গেছে বাঙ্গালীর প্রাণের বৈশাখ ।