ঘোমটার আড়ালে ঝলসানো মুখ।
দীর্ঘ দিনের বুনে যাওয়া
বীজের ফসলে ভরা বাঙালির মন।
প্রাচীন ধূঁয়ার নেশায় শৃঙ্খলিত মস্তিষ্কে ঘুরে সম্প্রদায় ভাবনা।
কোথাও পেশীর আস্ফালনে নির্গত হয় অন্তর্গত বিষ।
এখন এখানে চৈতালী দুপুর
আয়োজনে ভরপুর
রং মাখা সার্বজনীন বৈশাখ ।
সার্বজনীন আর অসম্প্রদায়িক খোরমা-খেজুর,মুড়ি-মুড়কীর আয়োজন ।
তীব্র হও চৈতালী রোদ
খুলে দাও ঘোমটার মুখোশ
দেখতে দাও ঝলসানো মুখ
দেখতে দাও বিষে ভরা ফসল আর নেশার নিমজ্জ মস্তিষ্ক।
সকলেই দেখুক বাংলার অন্তস্থিত মুখ।