একদিন হয়তো এই প্রান্তরে,
ঐ নোনা হ্রদে,কাস্পিয়ান সাগর তীরে।
দেখছিলাম ধূমায়িত জোছনা
সাদা বরফে ঢাকা মেরু প্রান্তরে।


শুনেছিলাম বৈশাখী ঝড়ে।
টুপটাপ বৃষ্টির সুরে।
কোনো এক সন্ধ্যাকে ঘিরে
খুশিতে জেগে উঠা ব্যাঙ্গের চিৎকারে।


কোনো এক জেগে থাকা তারাদের রাতে,
চারদিক ফাঁকা,
শুধুই একা।
বলেছিলাম গোপন কতো কথা আঁধারের সাথে।


এমনই রাতে শেয়ালের সুর,
তীব্র কোনো শীতে,
আমাকে নিয়েছিলো দূর বহুদূর
কোনো সুদূর অতীতে।


দেখেছি কতোই ছোট বনে ঘেরা,পাহাড়ের ভাঁজে।
কোনো নিষিদ্ধ সুরের রাগে,
উদাসীন খাঁজে।
জীবনের মেলা বসে আদিত্যআবেগে।


খূজেছিলাম জীবনের মানে।
ডাহুকের ডাকে,কোকিলের কুহু কুহু গানে।


তবুও দেখেছি পৃথিবীর রং আর রূপ
ভাসা ভাসা আলো,
ঐ দূর সাগরের জলে।
তোমাকে পেয়েছিলাম বলে।