কথা হয় সেলফোনে,
কথা হয় মিনিট গুনে।
ধীরে ধীরে দীর্ঘ হয় কথার বহর।
কথা বলে পার হয় দীর্ঘ প্রহর।


দেখা হয় ফুটপাতে,
দেখা হয় জনস্রোতে।
মাঝে মাঝে দেখা হয় রেস্তোরায়।
দেখার ইচ্ছা জাগে ফাঁকা জায়গায়।


মনের ঘোড়া ছুটে,
মনের কথা ঠোটে।
একে একে বলা হয় মনের কথা।
উত্তরের অপেক্ষায় বাড়ে ব্যাকুলতা।


ক্লান্ত রাতের কোলে,
ক্লান্ত সময় চলে।
ভেবে ভেবে ক্লান্ত হয় মাথার স্নায়ু।
অবশেষে ছুটে আসে দখিনা বায়ু।


কথা হয় রাত দিন,
দেখা হয় প্রতিদিন।
চুপি চুপি মনে জাগে নুতন বাসনা।
জায়গা নির্বাচনে চলে পরিকল্পনা।
..........................................