এই আমি ছিলাম খেয়ালে চলা আনন্দিত পথিক।
লাটিমে সূতা পেচিয়ে ঘুরাতে মন চাইতো না কখনো।
ঘুড়ি উড়াতে সূতায় মাঞ্ঝা দিয়েছি মনে পড়ে না।
ঘুড়িই উড়াইনি জীবণে।
নিজেকে উড়াতে মন চাইতো সব সময়।
জীবণের কষ্টে,জীবণের-স্বাদ ভালোবাসতাম।
ভালই লাগতো,
যখন স্বপ্নগুলার সাথে বাস্তবতার মিল হতোনা।


কোথায় যেন জীবণ রঙ্গীন হতে শুরু করলো।
স্বপ্নদের ডানা হলো,উড়ে চললো।
কোন এক সুরেলা শব্দমালায় নিজেকে হারাতে থাকলাম।
কোমলতায় ছিন্ন হলো আমার আদর্শহীন স্বপ্ন মালা।
বন্ধনহীন আমি নিজেকে বাধতে শুরু করলাম।
এই বন্ধনের শেষ নেই,নিজেকে গুটিয়ে নিতে চায় শুধু।
একের মাঝে অসীম হতে চায়।
অনেক তার চাওয়া,সবই পেতে চায় একের মাঝে।
পেয়েও যায় হয়তো।
অথবা ভূল,স্পর্শকে পাওয়া মনে হয়।


অবশেষে নিস্তব্দতায় প্রতারিত হলাম।
এমনই হওয়ার কথা ছিল,অথবা এমনই চেয়েছিলাম।
জীবণের নবম অধ্যায় শেষ হলো।
আর মাত্র সাতটি অধ্যায়ের প্রতিক্ষা।
তবেই,ষোল কলা পূর্ণ হয়।