প্রচন্ড শীত আজ এই রাতে।
কুয়াশায় ঢেকে গেলো চাঁদ।
ভাবছি তোমায়,সেলফোন হাতে
কি করি এখন.... কল দিতে হয়েছিল সাধ।


আমার ঘরে নিচু টিনের চালা।
শুয়ে আছি,যাচ্ছে সবই দেখা।
টিনের পিঠে কুয়াশা জলের খেলা।
একটু করে হচ্ছে জলরেখা।


জলের রেখা যাচ্ছে কিছু,নিচু ধারার পথে।
ছুটছে দেখি লোকাল ট্রেনের বেগে।
তখন আমি তোমার স্মৃতির রথে
সময় করি পার।নিঠুর রাত্রি জেগে।


স্মৃতিতে আজ তোমার চোখের দেখা,
তাতে বিস্ময়ের চিহ্ন ফুটে উঠে।
শান্ত চোখে ক্লান্ত জলের রেখা।
ফোটা হয়ে পড়লো নিচের ঠোটে।


স্মৃতির রথ আটকে গেলো,জেগে গেলো মন।
মাথার উপর জলের বিন্দু,উল্টো টিনের পিঠে,
ফোটা হয়ে পড়বে তারা করছে আয়োজন।
তেমনই এক ফোটা,পড়লো আমার অতৃপ্ত ঠোটে।


আজ স্মৃতির সাথে কুয়াশা জলের এমন সখ্য বোনায়।
এগোবে রাত,নির্ঘুম প্রহর কাটবে তোমার সাথে।
তপ্ত শ্রাবণ ধারা বইছে চোখের কোনায়।
তুমি আর তোমার স্মৃতির আঘাতে।


এমন শীত-কুয়াশার রাতে।