স্বপ্নের মেয়ে!
দেখা দিও স্বপ্নে গিয়ে,
জাগরণে আমি তোমায় চাই না।


রাত্রি নেমে এলে,
চেয়ে দেখো দু-চোখ মেলে,
দিনের আলোতে আমায় দেখোনা।


রাত্রির দ্বিতীয় প্রহরে,
দেখা দিও তুমি চুপিসারে।
চাঁদের হাসিতে দেখা দিও না।


এসো অমবস্যার অন্ধকারে,
আমায় রেখো বুকের পাজরে।
দিনের আলোতে কভূ এসোনা।


অচৈতণ্যে তুমি এসো,
ঠোটে ঠোট ছুইয়ে ভালোবেসো।
চেতনাকে তুমি ছুতে যেওনা।