লগ্ন আসবে বিদায় লগণের,
তারা হয়ে যাবো অসীম গগণের।
রাতের আকাশে জোনাকীর মতো ভাসবো,
দেখবো তোমায় কেবলই দেখবো।


জ্বেলে দিয়ে প্রদীপ শিখা,
হয়ে যাবে তুমি ভীষণ একা।
প্রদীপ যখন জলে ভাসবে
দূর থেকে তোমায় একজন দেখবে।


কুয়াশা ভরা জোছনার রাতে,
হাটবে যখন ছায়াঁর সাথে,
চাঁদের সাথে চোখ রেখে
তখনও একজন তোমায় বসে-বসে দেখে।


অনেক যতনে সাজিয়েছো সুখের বাসর,
সুখী তুমি,শান্ত তোমার অন্তর।
সুখের অসুখে যখন গোপনে তুমি কাঁদবে।
সাজানো ক্যাকটাস হয়ে একজন তোমায় দেখবে।


এ তো যে স্বপ্নে ভাসে মন,
সবই তোমায় দেখার আয়োজন।
সাদা-কালো রং হয়ে তোমার কাছে আসবো
দেখবো তোমায় কেবলই দেখবো।