ভালো থাকি,


দেশের ভাগ্য ডুবছে যেনো রাজনীতির সাগরে।
রাজনীতি বন্দী আজো পরিবার আকারে।
দলগুলো সব সংঘবদ্ধ,হরতালের বাহার।
এটা বোধহয় রাজনীতির জটিল আচার।
দেশ এবার ব্যবসা করেছে,২৪বিলিয়ন ডলার।
শ্রমিক হারাচ্ছে ধার,জীবণ-লাঙ্গল-ফলার।
শ্রমিকেরা কাঁদে আজ পুঁজিপতির প্রহারে।
পুঁজির পাহাড় বসিয়েছে ভাগ শ্রমিকের আহারে।
কৃষক হারায় পুঁজি,ধানের বাজারে।
কৃষি-মন্ত্রি ব্যস্ত থাকেন মন্ত্রিদের আসরে।
কিছু দিন আগে এসেছে চিঠি,বিদেশ যাবে শ্রম।
বুকে আশা,পাসপোর্ট ভিসা,রিঙ্গিতের ঝম-ঝম।
প্রবাসীরা পাঠিয়েছে ডলার,১৩বিলিয়ন।
সরকার সন্তুষ্ট বোধহয়,ব্যাংক রিজার্ভে এখন।
সৈনিক পুরস্কার পেলো বিদেশ শান্তি মিশনে।
দেশের সবাই আশায় আছি ২১ভিশনে!
আক্ষেপের কথা,বিশ্বজিতের কেনো মরতে হলো?
ওদিকে আবার ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে গেলো।
সাইদীর বিচার প্রায় শেষ।রায় দেওয়ার আগে,
মানবতা বোধ হয় আটকে গেলো নিজামুলের পদত্যাগে।
আগুন লাগা গার্মেন্টসে,শ্রমিক হয়েছিলো আটক।
এদিকে সিপিবি-রা করেছে হরতালের নাটক।
এমন করে কেটেছে দিন ২০১২সালে।
দেশের মানুষ দোলছে এখন অস্থির দোলাচলে।
এ বছর এ ভাবেই গেলো আমার ভাষায়।
সবাই এখন আগামী বছরের অপেক্ষায়।


ইতি,
ভালো আছি
ভালো থাকার আশায়,
ভালো থাকার নেশায়।