শিকারী চিল
এখনো আহারের খোজ করো কিশোরীর কবরে।
সাঁজার খড়গ নামাও নিস্প্রাণ শরীরে।
প্রতিবাদে বদলে ফেলো কবরের স্থান।
অবশেষে জায়গা দেয় কিশোরীর নিজের উঠান।


শিকারী চিল
খবর তো রাখো ঠিকই গণিকার প্রাণহীন দেহের।
জোটিয়েছে খাবার যারা তোমার কাম-মোহের।
কোথায় দাফন হয়,কি করে হয় দেহের অবসান।
মরণেও দাও না তারে মানুষের সম্মান।


হায় চিল!
আসছে যোদ্ধা অপরাধীদের লাশের বহর।
ভেবেছো কি কোথায় দেবে তাদের কবর?
ওরা তো দোষী অনেকেই ধর্ষণ অপরাধে।
কোথায় দেবে কবর,যদি বাংলার মাটি কেঁপে উঠে প্রতিবাদে।