কতো শখ এক্কা-দোক্কা,
ডাং গুলি খেলায়,
সেকেলে বলেই এর যতো অন্তরায়!
কানা মাছি, হাডুডুও
মনে পড়ে বেশ,
শারীরিক খেলাগুলো হলো নিরুদ্দেশ!


ভার্চুয়ালে সব খেলা-
বড় যে কদর,
অলস মস্তিষ্ক বসে খেলে দিন ভর!
নাগালেই মুঠো ফোন-
পৃথিবীও হাতে,
দিন-রাত খেলে যায় খেলা রাম তাতে!


আদিকাল পার করে
আধুনিকে যাত্রা,
পিস্তল বারুদ ছাড়া অগোচরে নিদ্রা!
সুস্বাস্থ্যের পথে যারা
লক্ষ রেখে যায়,
তনু মন সঞ্চালনে ঘর্মাক্ত ত্বরায়।


তাং- ১১/০৫/২০২০ ইং