মস্ত বড় কর্তা আমি অনেক কিছু গড়ি-
ইচ্ছে হলে যেমন খুশি
ওলট-পালট নাচাই রশি।
এদিক-ওদিক ব্যাতিক্রমে
তিলকে তালে উপক্রমে।
ক্ষমতারি দাপটে আজ উগ্রমূর্তি ধরি!


পারে যদি পৃথিবীটা হাতের মুঠোয় নেয়-
জ্ঞানীর মতো ভান করে সে
বড় কর্তার দাপট চষে।
মাকাল ফলে তিক্ত শুধু
বোঝে লোকে সবই ধুধু।
অযোগ্য কে সিংহাসনে কারা যেন দেয়!


তাং- ২৯/০৫/১৯ ইং