এমন পবিত্র তিথি- আসে এ জনমে,
মহা পুণ্য বয়ে আনে শুভাশুভ কর্মে।
কুবেরের তপস্যায় তুষ্ট মহাদেব,
বিপুল বিভব দান- তারে আদিদেব।


কেদার-গঙ্গোত্রী-বদ্রী সব দেবালয়,
ছ'মাস বন্ধের পরে দ্বার খোলা হয়।
অক্ষয়দীপ জ্বলেছে আবদ্ধ মন্দিরে,
এই শুভক্ষণে দেখে ভক্ত অভ্যন্তরে!


পাপাচারে ভরে আছে পৃথিবী এখন,
বাঁচার নিমিত্তে তব উপকারে মন।
এ পারে আশার বাণী- ওপারে সঞ্চয়,
শুদ্ধ আত্মা মেতে থাক সংযমী আলয়।


আজ হলো পুণ্য তিথি- অক্ষয় তৃতীয়া,
সৎকর্ম করে যে জন, হবে অদ্বিতীয়া!


তাং- ২৬/০৪/২০২০ ইং