আমাদেরি সোনামনা
ভোরে ভোরে উঠে যে।
পরিচ্ছন্ন হয়ে শেষে
প্রার্থনাতে বসে সে।


বই ও খাতা নিয়ে বসে
টেবিলেতে পড়িতে।
প্রাতরাশ ও নিয়ে আসে
মায়ের হাতে বানিয়ে।


প্রতিদিনে নিয়মিত
বিদ্যালয়ে যায় সে।
শিক্ষকেরা ভালোবাসে
পড়ালেখায় ভালো সে।


ছুটি শেষে বাড়ি এসে
খেলা করে মাঠে সে।
সন্ধ্যাকালে বসে পাঠে
লেখাপড়ায় ব্যস্ত সে।


রুটিন মাফিক পড়ে ফেলে
সিলেবাসও নিয়মে।
পরীক্ষাতে ভালো করে
স্থানে হয় সে প্রথমে।


তাং - ২৬/১০/১৭