আমি ছোট এক মাটির ব্যাংক
থাকি তবে সুখেদুঃখে
সবার ঘরে ঘরে।
কুমোরেরা সযতনে
মাটি দিয়ে তৈরী শেষে
বিক্রি করে হাটে।


লোকে কিনে নেয় আমাকে
বড় যত্নে মনের মধ্যে
ভবিষ্যতের স্বপ্নে।
ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে
জমেজমে হয়ে উঠে
অনেক টাকার গুচ্ছে।


তিলে তিলে জমে উঠে
বড় কাজে সাথী হই যে
সুখেদুঃখে শখে।
নিত্যদিনের খরচ থেকে
বেঁচে যেয়ে একটি দুটি
কয়েন দিয়ে ভরে।


নাস্তা কিংবা উপহারের
টাকা থেকে বাঁচিয়ে ও
তাতে উঠে জমে।
বিপদেতে হাত বাড়ায়
সবার আগে ভালোবেসে
আদরেতে থেকে।


আমাতে নেই কোন কষ্ট
ব্যাংকের মতো; ঘরের কোনায়
অগোচরে বসে।
মনের থেকে ভালো অভ্যাস
গড়ে তুলে টাকা জমাই
সুখে থাকি শখে।


তাং -২৩/১০/১৭