আমাদের নিধিরাম ফিটফাট চলে,
কাজে তার ঠনাঠন চলনেই বলে।
কথাতেই সব তার বুদ্ধিতেই ফাঁকা,
এভাবেই চলে তবে ফাঁকিবাজ কাকা।


অজানাতে যেন তার কিছুতেই নেই,
সব জানে দেখায় সে স্বভাবেই সেই।
যে কাজেই যায় উনি ফেল মারে সবে,
সহজেই দোষ দেয় অন্যকেই তবে।


বন্ধুকের নল রেখে অন্যের ঘাড়েতে,
শিকারে প্রস্তুত থাকে সদাই ফাঁকেতে।
সমস্যা দেখলে কাজে পালিয়েই থাকে,
অন্যকেই চাপিয়ে সে চলে ফাঁকেফাঁকে।


সব কাজে বুদ্ধি দেয় এভাবেই হবে,
আমিতো বলেছি আগে কেন ভুল তবে?
আসলে বলেনি তিনি কি ভাবেই হবে,
ফাঁকিবাজি জীবনভর সব কাজে তবে।


সবশেষে নিধিরাম বুঝিল যে পরে,
এভাবে চলিবে না সে গলাবাজি করে।
আপনা কাজে বড় হবে নয় ছলেবলে,
সুন্দর জীবন গড়ি ঠিক কাজে চলে।


তাং - ৩০/১২/১৭