ব্যাঙের লাফানো দেখে
পিঁপড়ের লাফাতে শখ জাগলো।
হোক সে হাজার গুন ছোট!


একজন উচ্চপদস্থ কর্মকর্তা,
ভালোই নিয়ম নীতি তার।
তাতেই কি? অধঃস্থন অক্টোপাস,
শিকারি সেজেই বসে আছে-
সুযোগের অপেক্ষায়।


পরাশক্তির আগ্রাসনের কাছে
হার মেনে; নিঃশব্দে বিদায় নিল
মহামান্য রাজা।


হয়তো পিঁপড়ে রাজা হবে
এই আশায়! যদিও সে, ব্যাঙের
মতো লাফাতে পারবে না।
বৃথা চেষ্টা করে রাজ্যের বারোটা
বাজাতে আপত্তি কি?
যদি মহামূল্য সিংহাসন-
নিষ্ফল লটারিটা লেগে যায়!


তাং - ০২/০১/১৮