ঐ যে আছে পুঁজিবাদী, দেখতে পায় না দেহ-
ধারণা তার অনেক বড়, সমান হতে কেহ?
চিন্তাতে তার মহাশক্তি, স্বপ্ন দিয়ে ঘিরে,
নিচু গলায় বলে, ‘খেটো,
সুখে রবে তীরে!’

ষোলো আনার হাহাকারে তাকায় না সে ফিরে,
অন্যের ঘামে গড়ে তোলে অট্টালিকা ঘিরে।
তবু যেন তারই দুঃখ, ষোলো আনা নাই,
সপ্তভূমির অতলেতে
ব্যস্ত সর্বদাই।

পুঁজিবাদী দেখে শুধুই জমে থাকা ধন,
ভালোবাসা কেনা যায় কি অশরীরী জন?
মানুষ হয়ে ফেরো যদি, ভাঙো পুঁজির বাঁধ-
তবেই মিলবে হৃদয়ের সুখ,
দেওয়া-নেওয়ার সাধ।

তাং- ৩০/০৪/২০২২ ইং