ফুটেছিল ফুল শুধু- ঝরে যাবে শেষে
সৌন্দর্য বিলিয়ে সে-ও কিছু রেখে যায়,
সুরভিতে আত্মহারা ধরণী কে করে
পুণ্য স্থান দেবালয়ে নিত্য ঠাঁই পায়!
ঝড়-বৃষ্টি উৎপীড়ন পারেনি দমাতে-
অদম্য উচ্ছ্বাসে বাড়ে নিজ শক্তি বলে,
মোকাবেলা করে যায় প্রকৃতির সনে
ডাল-পালা ভেঙে কেউ- নষ্ট করে চলে।


অত্যাচার অনাচারে প্রতিবাদী হয়ে-
দ্রোহের লেখনী যারে কারাগারে নেয়,
কবির কলমে জাগে অগ্নি বীণা সুর
ধূমকেতু প্রকাশেও বিবেচ্য অমেয়।
কত ফুল ঝরে যায়- রেখে যায় স্মৃতি,
স্মরণীয় বরণীয় রয়ে তাঁর কীর্তি!


তাং- ২৭/০৮/১৯ ইং