কৈলাস থেকে দেবী দুর্গা আসেন বাপের বাড়ি,
মর্ত্যলোকে মহা খুশি সব ভক্ত তাঁর-ই।
আরো আসেন পুত্র-কন্যা চার সন্তান তাঁর,
মা মেনকা আয়োজনে ফুসরতে অপার!  


দুর্গা মাকে বরণ করতে ভক্ত অপেক্ষায়,
নাড়ু,মোয়া নিয়ে ব্যস্ত মা-বোনেরা তাই।
ছোট্ট সোনা নতুন জামায় মহা খুশি আজ,
পাল পাড়াতে কারিগরও প্রতিমাতে সাজ!


পুরোহিত তার আয়োজনে ছিলো নিয়োজিত,
ষষ্ঠী পুজায় বোধন হবে আবাহনীর গীত।
সপ্তমীতে কলা বউয়ের হবে পুজা তাই,
কুমারী তাঁর চিন্ময়ী রূপ অষ্টমীতে পাই।


নবমীতে হয় জমায়েত ভক্ত দলেদলে,
বিসর্জনের বিদায়ী সুর দশমীতে চলে।


তাং- ২৬/১০/২০২০ ইং