সবার এ ধন ঘুমিয়ে পড়েছে
মর্মে আগুন জ্বেলে,
আসিবে না আর স্বর্ণলতাও
সোনালী যৌবন ফেলে।
ইতিহাস বলে- কথা রেখে যায়;
বেদনার জয় দিয়ে,
গানের পাখিরা নিরবতা ভাঙে
চোখের জলেই গিয়ে!
জীবনের গান বেসুরো হলো যে
ক্ষণিকের ভুলে যার,
নির্বাক শ্রোতা কী করে ভুলিবে
গহীন ঠিকানা তার?
স্বপ্ন কাহারো, কিবা ছিলো মনে
বিধাতা জানিতে পারে,
নিয়তির খেলা নিয়তিই জানে
শোধিতে হবেই তাঁরে।


তাং- ০১/০৮/২০২২ ইং