অ্যামাজনের প্রতিষ্টাতা -জেফ ভেজোস তার নামে;
শীর্ষধনীর শীর্ষে উঠে চমকালেন যে ধামে!


অনলাইনের এই ওয়েবসাইটি -অ্যামাজন ডট কম এতে;
সেরা হলেন মালিক তারি বিশ্বসেরা ধনে।


দোকান ছাড়া হাজার পণ্য বিক্রি করেন যেথায়;
ওয়েবেতে অর্ডার পেয়ে পৌঁছে দেবেন সেথায়।


পরিত্যক্ত গ্যারেজেতে অফিস খুলেন যিনি;
ধীরেধীরে হয়ে উঠেন ধনকুবের তিনি।


বই বিক্রিতে শুরু করে পেলেন অনেক সাড়া;
ধীরে ধীরে সব পণ্যতে কোম্পানি দেয় নাড়া।


অনেক কষ্টে উঠে আসেন বিশ্বসেরা ধনী;
বিল গেটসকেও ছেড়ে গেল বুদ্ধিবলে তিনি।


বিশ্বাসে ও কল্পনাতে -প্রত্যয়ী যে থাকে;
অসম্ভবকে সম্ভব করে তারি কাজের ফলে।


বিশ্বাসেতে ভাবে কেহ -থাকবে অন্য গ্রহে ;
সত্যি হবে এটা যেন দয়াময়ের মতে।


তাং - ০২/১১/১৭