কাঁপছে এ দেশ ডেঙ্গু জ্বরে জনমনে ভয়-
অনেকে আজ প্রাণ সংশয়ে
হাসপাতালে শয্যায় শুয়ে!
করুণ দশা দিকে দিকে
এডিস মশার বিষে ফিকে!
জীবন মরণ এদের কাছে- কানে কানে কয়!


রাজ-রাজত্ব যতই গড় ততই গুরুভার-
সুযোগ পেলে মারণাস্ত্র
চালাও সকল ষড়যন্ত্র! 
মহামারী এনে এবার
করুণ দশা করবো সবার!
আমার বংশ ধ্বংস করে পাবে না-যে পার!


সৃষ্টির সেরা মানুষ যারা ক্ষমতা বেশ ভাই-
এই জগতে আমরা যতো
বাঁচবো সুখে মনুর মতো।
মানব কুলে চির সুখে
টাটকা রক্ত চুষে মুখে!
বদ্ধ জলে জন্ম আমার আধিপত্য তাই!


পরিচ্ছন্ন পরিবেশ-তো আমার জন্য যম-
আতংক সব নিরসনে
থেকো লোকে সযতনে!
আমরা ধরি ভিন্ন রাস্তা
আনো আবার মনে আস্থা।
স্বর্গ সুখের উল্লাসে তাই বাঁচো নিরুপম!


তাং- ০১/০৮/১৯ ইং