এ মন আমার আবারো কোথায় যাবে,
সাধের ভুবনে তৃপ্তি না-ই তো পাবে!
অপরের ঘরে সকলি শোভন দেখে,
দুঃখ বাড়ায় আপনা স্বর্গসুখে!
আসল স্বরূপে নাই-বা তাকায় কেউ,
তরীর পালেতে দৈন্য দশার ঢেউ!
মণিমাণিক্য গচ্ছিত থাকে যত,
ভিন্ন রীতির মনস্তাপেতে ক্ষত!
সুখ সুখ করে কেঁদো না আবারো তুমি,
অন্তরে থাকে আসল তৃপ্ত ভুমি!


তাং- ১৮/০৭/২০২০ ইং