লেখককে বললাম আমি কিছু লিখতে হবে,
শিক্ষককে ও বলা হলো ভালো শিক্ষা দিতে,
শিক্ষিত জাতিতে যেন দেশ যায় ভরে।
বলা হল আইনজ্ঞকে ন্যায়বিচার করতে,
ট্রাফিক আইন মানতে বললাম চালককে,
ন্যায়কে হয়েছিল বলা ন্যায় পথে রাখতে।
ভার দেয়া হল সব কাজের সবাইকে।
পালন করেনি কেউ তাদের দায়িত্বে।


সূর্যকে বললাম ভোরে আলোকিত হতে,
চাঁদকে রূপালী আলোয় ভরে দিতে বললে,
বসন্ত ঋতুকে বললে ফুলে ভরে দিতে।
সবার কাজ সঠিক ভাবে করেছিলে।
এটাই হলো মানুষ বনাম প্রকৃতি!
মানুষকেও প্রকৃতির মতো হতে হবে।


তাং -২৬/১০/১৭