এমন দিনে এসেছিলো আমার এই বিজয়,
যত্নে এবার রাখবো ধরে এই বুকে তোমায়।
স্বাধীনতার স্মৃতির কথা মনে পড়ে বেশ,
কতো মায়ের বুকের ছেলে করলো জীবন শেষ!
অনেক সাধের এই দেশ আমার চির উঁচু শির,
অম্লান থাকুক ভালোবাসায় নিত্যদিনের নীড়।
মায়ের সম্মান লুণ্ঠনকারী ভুলবেনা আজ জাতি,
শত্রুপক্ষ নিধন করে শান্তি পাবে অতি।
যুদ্ধ জেতার স্বপ্ন নিয়ে গিয়েছিলো যারা,
আপন ঘরে হয়নি ফেরা এমন অনেক তারা!
স্বপ্ন আমার পূরণ হলো যতই আসুক বাঁধা,
বাংলা মোদের স্বাধীন হলো মুক্ত করে ধাঁধা।


তাং- ১৭/১২/১৮